ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারের বদলি
ঢাকা, ২০ অক্টোবর- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ডিএমপি থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে (১৯ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাদের বদলি করা হয়।
আরও পড়ুন: রাজধানীতে ময়লার বালতিতে মিলল কন্যা শিশুর মরদেহ
জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিওএম-উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল মালেক পিপিএমকে সহকারী পুলিশ কমিশনার পিওএম-পশ্চিম, সহকারী পুলিশ কমিশনার মো. রহমত উল্লাহকে সহকারী পুলিশ কমিশনার পিওএম-উত্তর, সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল মালেককে সহকারী পুলিশ কমিশনার পিওএম-পশ্চিম ও সহকারী পুলিশ কমিশনার মো. নিজাম উদ্দিনকে সহকারী পুলিশ কমিশনার পিওএম-উত্তর বিভাগে বদলি করা হয়েছে।
সূত্র: বার্তা২৪
আর/০৮:১৪/২০ অক্টোবর