নড়াইল

নড়াইলে ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৫১

নড়াইল, ২৯ জুন – নড়াইলে গত ২৪ ঘন্টায় ৬২ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা পজিটিভ ফল এসেছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮২ দশমিক ২৫ শতাংশ।

এছাড়া একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন নড়াইল শহরের প্রাথমিক স্কুলের শিক্ষক (অব) ফিরোজা মোহাম্মদ (৬৫), সদরের তুলারামপুর গ্রামের জিয়াউর রহমান (৫৫) এবং কালিয়া উপজেলার খাসিয়াল ইউনিয়নের সুরিগাতি গ্রামের তরিকুল ইসলাম (৩৮)। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ জন।

এদিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নড়াইলে গত ২০ জুন থেকে সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। আগামী ১ জুলাই পর্যন্ত এ লকডাউন চলবে।

সূত্র : সমকাল
এন এইচ, ২৯ জুন

Back to top button