ফুটবল

জার্মানির বিপক্ষে বিশেষ ব্যান্ড পরে নামবেন কেইন

ইউরোতে এবার চলছে আর্মব্যান্ড ট্রেন্ড। ম্যানুয়েল নয়্যার, জর্জিনিও ভাইনালদামের পর এবার ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন সমকামিতার সমর্থনে জার্মানির বিরুদ্ধে ম্যাচে রংধনু রংয়ের আর্মব্যান্ড পরবেন।

ইউরোর মাঝপথে হাঙ্গেরি সরকার তাদের দেশে সমকামিতার বিরুদ্ধে আইন পাশ করে। হাঙ্গেরির আইন পাশের ঘটনার পর জার্মানির অধিনায়ক ম্যানুয়েল নয়্যার রংধনু রংয়ের আর্মব্যান্ড পরে মাঠে নামেন। এরপর নয়্যার তার দল ভারি করেন নেদাল্যান্ডস অধিনায়ক ভাইনালদামকে জুটিয়ে। চেক রিপাবলিকের সাথে ম্যাচে ভাইনালদামও সমকামিদের সমর্থনে রংধনু আর্মব্যান্ড পরেন, যদিও চেকদের সাথে ডাচরা হেরে যায় সেই ম্যাচ।

এবার এই আর্মব্যান্ড পরে মাঠে নামার ঘোষণা দেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। আজ সমকামিদের প্রতি একাত্মতা প্রকাশ করে জার্মানির বিপক্ষে রংধনু সদৃশ আর্মব্যান্ড পরে মাঠে নামবেন তিনি।

সূত্র : সমকাল
এন এইচ, ২৯ জুন

Back to top button