সিলেট

সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে নাইজেরিয়ান নাগরিক আটক

সিলেট, ২৯ জুন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে আটক ওনিবুচুকউ স্ট্যানলি ইগিউ এই নাইজেরিয়ান তামাবিল স্থল বন্দরের পেছন দিয়ে বাংলাদেশে প্রবেশে চেষ্টা করছিলেন।

আটক ওনিবুচুকউ স্ট্যানলি ইগিউ’র বয়স ৩১ বছর, তার পাসপোর্ট নাম্বার A10342855।

বিজিবি সূত্র জানায়, রাতে ঝড়বৃষ্টির সময় নাইজেরিয়ান ওই নাগরিক স্থলবন্দরের পেছন দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে সেখানে অবস্থানরত তামাবিল বিওপির সদস্যরা তাকে ধরে ফেলে। পরে তাকে মধ্যরাতেই সিলেট জেলা পুলিশের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব।

তথ্যসূত্র: রাইজিংবিডি
এস সি/২৯ জুন

Back to top button