আবারো রফিকুল ইসলাম মাদানীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে
গাজীপুর, ২৯ জুন- শিশু বক্তা মো. রফিকুল ইসলাম মাদানীকে আবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) সকাল সোয়া ১০ টার দিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ আনা হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়ার পর রফিকুল ইসলাম মাদানীকে এ কারাগারে পাঠানো হয়। পরে রিমান্ডের জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছিলো। সেখান থেকে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। এখন আবার তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
মো. রফিকুল ইসলাম মাদানী (২৬), নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে।
তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ৭টি মামলা রয়েছে। এর মধ্যে মতিঝিল থানায় দুইটি, তেজগাঁও থানায় একটি, পল্টন থানায় একটি, কোতোয়ালী থানায় একটি এবং গাজীপুরের গাছা ও বাসন থানায় একটি করে মামলা রয়েছে।
গত ১৩ এপ্রিল সংবাদ সম্মেলনে জিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ জানান, রফিকুল ইসলাম মাদানীর মোবাইল জব্দ করে সেটি ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হয়। ফরেনসিক বিশেষজ্ঞরা মোবাইল ফোনে আপত্তিকর অশ্লীল পর্নো দেখার প্রমাণ পেয়েছেন। তিনি নিয়মিত পর্নোগ্রাফি ভিডিও দেখাসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন। এ কারণে তার বিরুদ্ধে দায়ের করা মামলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(৫)(ক) ধারা যুক্ত করা হয়েছে।
এ মামলায় গত ২০ এপ্রিল মাদানীকে জিএমপির গাছা থানা পুলিশ দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছিলো।
তথ্যসূত্র: রাইজিংবিডি
এস সি/২৯ জুন