জাতীয়
পুঁজিবাজারে গরমিলের অভিযোগে বানকো সিকিউরিটিজের চেয়ারম্যান আবদুল মুহিত আটক
ঢাকা, ২৯ জুন- ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ৬৬ কোটি টাকা গরমিলের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান বানকো সিকিউরিটিজ লিমিটেড চেয়ারম্যান আবদুল মুহিতকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিমানবন্দরের ইমিগ্রেশনে সকালে তাকে আটক করা হয়। ব্রিটিশ নাগরিক মুহিতকে মতিঝিল থানায় দায়ের করা একটি জিডি থেকে তাকে আটক করা হয়েছে। তিনি দেশ ত্যাগ করতে চেয়েছিলেন।
তথ্যসূত্র: বাংলাদেশ জার্নাল
এস সি/২৯ জুন