বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ নারীসহ সাতজনের মৃত্যু
বগুড়া, ২৯ জুন- বগুড়ার তিনটি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ নারীসহ সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে তিনজনের বাড়ি বগুড়ায়। অন্যরা ভিন্ন জেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় এ পর্যন্ত ৩৮৬ জনের মৃত্যু হলো।
এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৬৮ নমুনার ফলাফলে নতুন করে ১৫২ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৪১ দশমিক ৩০ শতাংশ।
মঙ্গলবার সকালে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. তুহিন জানান, মঙ্গলবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৪৭টি নমুনায় ৯১ জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৭ নমুনায় আটজনের, অ্যান্টিজেন পরীক্ষায় ৮৩ নমুনায় ৩৯ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২১ নমুনায় ১৪ জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন।
তিনি আরো জানান, জেলায় এ পর্যন্ত ১৩ হাজার ৭১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৮৬ জনের মৃত্যু হয়েছে, ৭৭৫ জন চিকিৎসাধীন।
তথ্যসূত্র: সমকাল
এস সি/২৯ জুন