চট্টগ্রাম

রাউজানে কুখ্যাত ডাকাত সেলিম অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রাম, ২৯ জুন- চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়ি এলাকার ‍কুখ্যাত ডাকাত সেলিমকে (৩৬) অস্ত্রসহ গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন সমকালকে জানান, সোমবার ভোর রাতে সেলিমকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে একটি দেশীয় এলজি, রিভলবার, ২ রাউন্ড কার্তুজ, একটি রামদা, একটি কিরিচ, একটি ছুরি উদ্ধার করা হয় ।

সেলিমের বিরুদ্ধে রাউজান থানায় ডাকাতি ও হত্যা মামলা রয়েছে ৫টি।

সোমবার সেলিমকে গ্রেপ্তারের পর পুলিশ তাকে আদালতে সোর্পদ করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।

পুলিশ জানায়, রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের পাহাড়ি এলাকা শমশের পাড়া, ভোমরপাড়া, দক্ষিন শমশের পাড়া, ইসলামিয়া নতুন পাড়া, কদলপুর ইউনিয়ন, পোমরা, রাঙ্গামাটির কাউখালী উপজেলার মনাই পাড়া, নাকাটা, তালতলা, দোচালা, ডিলাইট, চিকনছড়া, ভোমরঢালা এলাকায় আস্তানা গেঁড়ে থাকা সন্ত্রাসীরা মাদক চোরাচালান ও ডাকাতির ঘটনা ঘটাচ্ছে।

ডাকাত দলকে ধরতে রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামিম, রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুনের নেতৃত্বে ছদ্মবেশ ধারণ করে পুলিশ রাউজান এলাকায় অভিযান চালায়। এসময় সন্ত্রাসী সেলিম ধরা পড়লেও তার সহযোগী ইলিয়াস ও হারুনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

তথ্যসূত্র: সমকাল
এস সি/২৯ জুন

Back to top button