টাঙ্গাইল

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, শনাক্ত ১৬১

টাঙ্গাইল, ২৯ জুন – টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৬১ জন।

সোমবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজিব এ তথ্য নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজিব জানান, করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে ২০ শয্যার আরো একটি ওয়ার্ড চালু করা হয়েছে। ৫০ শয্যার করোনা ওয়ার্ড গতবছর চালু করা হয়। দুই ওয়ার্ডের ৭০ বেডে এখন ৭৭ জন রোগী রয়েছে। এদের মধ্যে ২২ জন করোনা আক্রান্ত এবং ৫৫ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।

তিনি বলেন, শয্যার অভাবে অতিরিক্ত রোগীদের মেঝেতে রাখা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় পাঁচজন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুরবণ করেছেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ছয়টি শয্যার সবগুলোতেই করোনা আক্রান্ত রোগী রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৫১ জনের নমুনা পরীক্ষা করে ১৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। এদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৯৫ জন, কালিহাতীতে ২০ জন, বাসাইলে ১৪ জন, মধুপুরে ৮ জন, দেলদুয়ার ও ঘাটাইলে ৭ জন করে, ভুঞাপুরে ৫ জন, মির্জাপুরে তিন জন এবং সখীপুর ও নাগরপুরে একজন করে রয়েছেন।

এ নিয়ে সোমবার পর্যন্ত জেলায় করোনা শনাক্তের মোট সংখ্যা হলো ৭ হাজার ১৯৪ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন মোট ১০৮ জন। সুস্থ হয়েছেন চার হাজার ৫৬৯ জন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এউ, ২৯ জুন

Back to top button