জাতীয়

স্থগিত করা হয়েছে ইউপি নির্বাচন

ঢাকা, ২৮ জুন – করোনাভাইরাসের কারণে ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান জনপ্রতিনিরাই দায়িত্বে থাকবেন।

আজ সোমবার (২৮ জুন) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

এর আগে গেল ৩ মার্চ প্রথম ধাপের ৩৭১টি ইউপির তফসিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী, গেল ১১ এপ্রিল এসব ইউপির নির্বাচন হওয়ার কথা ছিল। তবে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় অবশেষে স্থগিত করা হয়। পরে গত ৩ জুন বৈঠকে ভোটগ্রহণের নতুন দিন নির্ধারণ করা হয়। ওইদিনের সিদ্ধান্ত অনুযায়ী ভোটগ্রহণের তারিখ পুনঃনির্ধারণ করে ২১ জুন করা হয়। ২১ জুন ২০৪টি ইউপিতে ভোট হয়। তবে সীমান্তবর্তী এলাকায় করোনার পরিস্থিতি অবনতি হওয়ায় ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়।

সূত্র: আরটিভি
এম ইউ/২৮ জুন ২০২১

Back to top button