রূপচর্চা

আপেল-কমলার খোসায় মুখের কালো দাগ দূর করুন

মুখকে সুন্দর রাখতে আমারা কত কিছু করি৷ তার সঠিক যত্ন নেওয়া, পুষ্টিকর খাদ্য খাওয়া থেকে শুরু করে রূপচর্চা করা সব কিছু করতে আমরা উদ্যত৷ আর যদি আপনার এই সুন্দর মুখে হঠাৎ করে কোনও কালো দাগ দেখা দেয় তাহলে তা দূর করতে মাথা খারাপ হয়ে যায়৷ এই কালো ছোপ ছোপ দাগ যা অনেক ক্ষেত্রেই অস্বস্তির কারণ হয়,  সৌন্দর্য হানির মুখ্য কারণ হয়। অবশ্য এর জন্য আছে কিছু সহজ উপায় যা মেনে চললে আপনি উপকার পাবেন ও রাহাইও পাবেন। জেনে নিন তার তিনটি সহজ পদ্ধতি।

১. দুই চামচ বেসন,  এক চিমটে হলুদ গুঁড়ো,  এক চামচ চন্দন গুঁড়ো এবং এক চামচ কমলার খোসা বাটা একসঙ্গে মিশিয়ে একটা পেষ্ট তৈরী করুন। এবার এটা মুখে,  ঘাড়ে ভাল করে লাগিয়ে রেখে ১৫ থেকে ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।

২. একটি ছোট আকারের আপেল কেটে তার একটা ফালি মুখে,  ঘাড়ে,  গলায় মাখুন৷  দশ মিনিট পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহেদুই থেকে তিন বার এইভাবে ব্যবহার করুন।

৩. আপেল ও কমলার খোসা এক সাথে বেটে এর সাথে কাঁচা দুধ,  ডিমের সাদা অংশ ও কমলা রস মেশান। এবার মিশ্রনটা ত্বকে ২৫ থেকে ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

এস সি


Back to top button