২ জুলাই থেকে শুরু অধিবেশন, ভুয়ো ভ্যাকসিন ইস্যুতে সরগরম হতে পারে বিধানসভা
কলকাতা, ২৮ জুন – নতুন সরকারের প্রথম বিধানসভার অধিবেশনের আগে, সোমবার সর্বদল বৈঠক। সূত্রের খবর, বিধানসভায় প্রথম দিন থেকেই নতুন সরকারকে চাপে ফেলতে চাইছে বিজেপি। সেই লক্ষ্যে আগামিকাল সর্বদল বৈঠকে হাতে গরম ভ্যাকসিন ইস্য়ু নিয়ে সুর চড়াতে পারে গেরুয়া শিবির। বিধানসভার অধিবেশনে যাতে এই বিষয়ে আলোচনা করা হয়, সেই প্রস্তাব রাখতে পারেন শুভেন্দু অধিকারীরা।
২ জুলাই থেকে শুরু হচ্ছে নতুন সরকারের প্রথম বিধানসভার অধিবেশন। সেই অধিবেশনের কর্মপন্থা নিয়ে আলোচনার জন্যই সোমবার সর্বদল বৈঠকের ডাক দিয়েছে সরকার। যেখানে উপস্থিত থাকবেন বিরোধী বিজেপির প্রতিনিধিরা। সংযুক্ত মোর্চার তরফে বৈঠকে উপস্থিত থাকতে পারেন ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকি। সূত্রের খবর, ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে বর্তমানে যেভাবে সরগরম রাজ্য, সেই ইস্যুকে হাতছাড়া করতে রাজি নয় বিজেপি। তাই আসন্ন বিধানসভার অধিবেশনেও এই ভ্যাকসিন ইস্য়ুতে আলোচনা চাইতে পারেন তাঁরা। ফলে প্রথম দিন থেকেই বিধানসভার হাওয়া গরম হওয়ার আশঙ্কা করছে রাজনৈতিক মহল।
এম এউ, ২৮ জুন