কলকাতা, ২৮ জুন – পুলিশ যদি একটু সতর্ক হত। প্রশাসন যদি একটু তৎপর হত। তবে এক বছর আগেই হয়ত আটকানো যেত আজকের এই ভুয়ো ভ্যাকসিন কাণ্ড। অনেকদিন আগেই হয়ত জেলে জায়গা হত প্রতারক দেবাঞ্জন দেবের। Zee ২৪ ঘণ্টার হাতে যে চাঞ্চল্যকর তথ্য এসেছে, তা অন্তত এমনটাই ইঙ্গিত দিচ্ছে।
কী সেই তথ্য?
জানা গিয়েছে, ২০২০ সালের মার্চ মাসে দেবাঞ্জন দেবের বিরুদ্ধে সল্টলেক সেক্টর ফাইভের ইলেক্টনিক্স কমপ্লেক্স থানায় একটি অভিযোগ দায়ের হয়। সরকারি চাকরির নামে ভুয়ো নিয়োগপত্র পাঠানোর অভিযোগ দায়ের করেন অরূপ দাস নামে এক ব্যক্তি। অভিযোগ পেয়ে দেবাঞ্জন দেবকে থানায় তুলে নিয়ে আসে পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে৷ প্রকাশ্যে আসে তার কুকীর্তি৷ পুলিশ সূত্রেই ‘গুণধর’ ছেলের কার্যকলাপের কথা জানতে পারেন, তাঁর বাবা-মাও৷
সূত্র: জি টুয়েন্টিফোর
এম ইউ/২৮ জুন ২০২১