উত্তর আমেরিকা

ক্ষীণ হচ্ছে ফ্লোরিডায় ভবনধসে নিখোঁজ ১৫০ জনকে উদ্ধারের আশা

ওয়াশিংটন, ২৮ জুন – ক্রমেই ক্ষীণ হচ্ছে ফ্লোরিডায় ভবনধসে নিখোঁজ হওয়াদের উদ্ধারের আশা। নিখোঁজদের স্বজনরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় পার করলেই অন্তত দেড়শ জনকে শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার সম্ভব হয়নি। ভবনধসের পর ইতোমধ্যে পাঁচদিন পার হয়ে গেছে। যাদের উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে সবাই মৃত। জীবিত কাউকে উদ্ধার করা যায়নি। এ পরিস্থিতিতে হতাশায় ভেঙ্গে পড়ছেন নিখোঁজদের স্বজনরা।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, ঘটনার তদন্ত করতে ইতোমধ্যে নতুন একজন প্রকৌশলীকে নিয়োগ দেয়া হয়েছে। ধসে পড়া ভবনে নিরলসভাবে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। তাদের কেউ কেউ মনে করছেন, ভেতরে জীবিতের সন্ধান পাওয়া যেতে পারে। এ কারণে তারা আশা ছাড়ছেন।

মিয়ামি-ডেইড ফায়ার চিফ অ্যালেন কোমিনিস্কি মর্নিং নিউজকে বলেন, ‘আশা- এটাকেই এখন আমি গুরুত্ব দিচ্ছি।’

উদ্ধারকর্মীরা আশাবাদী থাকলেও সময় যতই গড়িয়ে যাচ্ছে, ততই উদ্বেগ বাড়ছে নিখোঁজদের স্বজনদের। তারা প্রিয়জনদের ফিরে পাবেন কিনা তা নিয়ে দ্বিধান্নিত। অনেকে অধীর অপেক্ষায় তাকিয়ে আছেন উদ্ধারকাজের দিকে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে গত বৃহস্পতিবার স্থানীয় সময় ভোররাতে ১৫৬ ইউনিটের ১২তলা বিশিষ্ট আবাসিক ভবনটি ধসে পড়ে। এতে এ পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। কী কারণে ৪০ বছরের পুরোনো ভবনটি ধসে পড়লো, তা জানা যায়নি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৮ জুন ২০২১

Back to top button