বাগদান সারলেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী
কলকাতা, ২০ অক্টোবর- শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ওপার বাঙলার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। বেশ কিছুদিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো টলিউড ইন্ডাস্ট্রিতে।
অবশেষে গুঞ্জন সত্যি হলো। সোমবার (১৯ অক্টোবর) বাগদানের কাজটি সেরে ফেলেছেন ইমন চক্রবর্তী। পাত্র সংগীত পরিচালক নীলাঞ্জন ঘোষ।
জানা গেছে- গত বছরের ডিসেম্বর থেকে শুরু হয় নীলাঞ্জন-ইমনের মন দেওয়া-নেওয়া। করোনা পরিস্থিতি না থাকলে হয়তো এই বছরই বিয়েটা সেরে ফেলতেন তারা। তবে প্রতিকূল পরিস্থিতিতে এই বছরটা শুভ কাজের জন্য বাদ রাখছেন। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকেই ছাদনাতলায় যাবেন সংগীতশিল্পী।
আরও পড়ুন: মাঝ দরিয়ায় ভালোবাসার রঙ ছড়ালেন আনুশকা-কোহলি
নিজের ও নীলাঞ্জনের সম্পর্কে এক সাক্ষাৎকারে ইমন বলেন, ভালোবাসার থেকেও বেশি নীলাঞ্জন তাকে আগলে রাখেন। বাবার কাছে যেমন আদরের ছিলেন, তেমনই স্বামীর কাছেও থাকবেন বলে বিশ্বাস সংগীতশিল্পীর। বিয়ের পর আলাদা কোনও পরিবর্তন আসবে না বলেই মত তার। যেভাবে এখন কাজ করছেন, তখনও একই গতিতে কাজ করে যাবেন।
আডি/ ২০ অক্টোবর