নোয়াখালী ইউনিয়নের দুই সাবেক ইউপি সদস্যসহ ৮ জুয়াড়ি গ্রেফতার
নোয়াখালী, ২৮ জুন- নোয়াখালীর চাটখিলে জুয়ার আসর থেকে নোয়াখালী ইউনিয়নের দুই সাবেক ইউপি সদস্যসহ আট জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৯ হাজার ২২৫ টাকা ও ১১ প্যাকেট তাস জব্দ করা হয়।
সোমবার (২৮ জুন) ভোরে উপজেলার খিলপাড়া ইউনিয়নের সাধুরখিলের পাল বাড়ি সংলগ্ন জামাল মিয়ার ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) হাফেজ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করেন।
গ্রেফতারা হলেন- নোয়াখলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মনজুর আলম (৫০) ও জামাল হোসেন (৫২), খিলপাড়ার ইউনিয়নের মৃত মোখলেসুর রহমানের ছেলে মোহাম্মদ গিয়াস উদ্দিন (২৫), চাঁন মিয়ার ছেলে মো. সোহাগ হোসেন (৩০), মৃত আবু তাহেরের ছেলে মো. মাসুদ আলম (৩৯), মৃত আবুল খায়েরের ছেলে আব্দুল মান্নান (৫০), নোয়াখলা ইউনিয়নের সাধুরখিলের মৃত এমরান মিয়ার ছেলে মো. আমির হোসেন (৩৫) এবং মৃত আব্দুল খালেক ছেলে আবদুর রহিম (৫০)।
সোমবার দুপুরে মামলার পর গ্রেফতারদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
তথ্যসূত্র: জাগো নিউজ
এস সি/২৮ জুন