নারায়নগঞ্জ

নারায়ণগঞ্জে কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের ছয় সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ, ২৮ জুন- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ জুন) দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, রোববার (২৭ জুন) রাতে উপজেলার মোগরাপাড়ার ও পৌরসভার ইছাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া এলাকার সিরাজ উদ্দিন মোল্লার ছেলে ইসমাইল (১৭), একই এলাকার রমজান প্রধানের ছেলে ইমন (১৮), সাখাওয়াত মিয়ার ছেলে শাকিল মিয়া (১৮), মৃত নাছির মোল্লার ছেলে অপু (১৯), ডন মিয়া গাজীর ছেলে শাওন (১৮) ও চিলারবাগ গ্রামের আ. বাতেন গাজীর ছেলে মো. রুবেল (২০)।

সোনারগাঁ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া ও মোগরাপাড়া বদরা গ্রামের আশপাশের বিভিন্ন গাড়ি থেকে ছিনতাই করে আসছিল একটি চক্র। এ অভিযোগের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের সক্রিয় ছয় সদস্যকে আটক করা হয়।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় মৌখিক ও লিখিতভাবে অনেকে অভিযোগ দিয়েছে। মামলা দিয়ে সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

তথ্যসূত্র: জাগো নিউজ
এস সি/২৮ জুন

 

 

Back to top button