বলিউড

বলিউড ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ঋতাভরী

মুম্বাই, ২৮ জুন- পশ্চিমবঙ্গের হালের আলোচিত নাম ঋতাভরী চক্রবর্তী। ওয়েব সিরিজ, চলচ্চিত্র সবখানেই দেখা মিলছে তার। দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছেন তাকে।

এবার ‘ব্রোকেন ফ্রেম’ নামের স্বল্পদৈর্ঘ্য ছবির মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এই সুন্দরী। এতে ঋতাভরীর বিপরীতে দেখা যাবে রোহিত রায়কে।

গেলো ২৬ জুন ছিলো ঋতাভরীর জন্মদিন। তার একদিন পরই প্রকাশ করা হয়েছে ‘ব্রোকেন ফ্রেম’র পোস্টার।

চমকপ্রদ তথ্য হলো- ছবির পোস্টারটি নিজের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছেন ঋত্বিক রোশান। ঋতাভরী-রোহিত ও পরিচালক রামকমল মুখোপাধ্যায়কে শুভকামনা জানিয়েছেন কৃষ অভিনেতা।

এদিকে সোশ্যাল মিডিয়া ঋত্বিকের সেই পোস্টের ছবি শেয়ার করে উচ্ছ্বসিত ঋতাভরী লিখেছেন, “ইন্ডাস্ট্রির গ্রীক গড আমাদের নতুন ছবি ‘ব্রোকেন ফ্রেম’র প্রথম লুক প্রকাশ করেছেন।”

বলে রাখা ভালো, ২৬ জুন ২৯তম জন্মদিনের কেক কেটেছেন ঋতাভরী চক্রবর্তী।

এস সি/২৮ জুন

Back to top button