জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে কবীর সুমন
কলকাতা, ২৮ জুন – শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার গুণী সংগীতশিল্পী কবীর সুমন। গতকাল রোববার রাতে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের বরাত দিয়ে এক সংবাদমাধ্যম জানিয়েছে, হাসপাতালে নিয়ে আসার পরও কবীর সুমনের শরীরে জ্বর ও শ্বাসকষ্ট ছিল। তার করোনা পরীক্ষা করা হয়েছে, তবে এখনো রিপোর্ট আসেনি। বর্তমানে তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। আজ তার বুকের এক্সরে ও রক্তপরীক্ষা করা হয়েছে।
অন্য একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত কয়েকদিন ধরেই সর্দিজনিত সমস্যায় ভুগছিলেন কবীর সুমন। গলায় ব্যথা অনুভব করছিলেন। রোববার রাতে তার শারীরিক অবস্থা খারাপ হয়। শ্বাসকষ্টও শুরু হয়। এরপর কোনো ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
জানা গেছে, অরুণাভ সেনগুপ্তের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন কবীর সুমন। দুই সদস্যের একটি মেডিকেল টিমও গঠন করা হয়েছে।
চিকিৎসক জানিয়েছেন, বুকের এক্সরে-তে ফুসফুসের নিম্নভাগে সংক্রমণ ধরা পড়েছে, অ্যান্টিবায়োটিক চলছে। আরটিপিসিআর টেস্টের রিপোর্ট এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এন এইচ, ২৮ জুন