জম্মুতে মিলিটারি স্টেশনে উচ্চ সতর্কতা
কাশ্মীর, ২৮ জুন – গতকাল সেনা বিমানবন্দরে ড্রোন বিস্ফোরণ চালানোর পর ফের উকি দিল সন্দেহভাজন ড্রোন। কুলচাক সেনা ছাউনির আকাশে সন্দেহভাজন ড্রোনের ঘোরাফোরা দেখা গিয়েছে। তারপরেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে সেখানে। ভোর তিনটে নাগাদ হঠাৎই ড্রেন আকাশে উড়তে দেখা যায়। গতকালের বিস্ফোরণের পর নজরদারি আরও কড়া হয়েছে। তারপরেউই ব়্যাডারে ড্রোনের গতিবিধি ধরা পড়ে।
ড্রোন বিস্ফোরণ
গতকাল সাত সকালে কেঁপে উঠেছিল কাশ্মীরের সেনা বিমানবন্দর। অনেকটা অপ্রত্যাশিত ভাবেই কাশ্মীরে সেনা বিমানবন্দরে ড্রোন বিস্ফোরণ ঘটনো হয়। এই ঘটনায় পাক জঙ্গি সংগঠন জঈশ-ই-মহম্মদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। এই প্রথম ড্রোনের সাহায্যে বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা। ড্রোনের মাধ্যমে জম্মুর উচ্চ নিরাপত্তা যুক্ত টেকনিকাল এলাকায় বিস্ফোরক ফেলেছিল জঙ্গিরা।
ফের উঁকি দিচ্ছে ড্রোন
ফের জম্মু-র আকাশে উঁকি দিতে শুরু করেছে ড্রোন। সোমবার ভোর তিনটে নাগাদ জম্মুর কুলচাক বিমানবন্দরের আকাশে উঁকি দিতে শুরু করে ড্রোন। তারপরেই উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ড্রোনটি আকাশে মিলিয়ে যাওয়ার আগে ২০ থেকে ২৫ রাউন্ড গুলি চালিয়েছে সেনাবাহিনী। মিলিটারি স্টেশন সংলগ্ন এলাকায় কোথাও সেটি পড়েছে কিনা তা জানতে তল্লাশি শুরু করেছেন জওয়ানরা।
জঈশ যোগ
গতকাল সকালে কাশ্মীরে সেনা ছাউনিতে বিস্ফোরণের ঘটনায় পাক জঙ্গি সগঠন জঈশ-ই-মহম্মদের যোগ রয়েছে অনুমান গোয়েন্দাদের। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ। কীভাবে ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একটি ড্রোনের সাহায্য প্রথমে ছাদ ফুটো করা হয় তারপর সেই ফুটো দিয়ে বিস্ফোরক ভেতরে ফেলা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা।
পুলিশকর্মী খুন
রবিবার রাতেই কাশ্মীরের প্রাক্তন পুলিশ অফিসারের বাড়িতে হামলা চালায় জঙ্গিরা। গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে পুলিশকর্মীর দেহ। খুন করা হয়েছে পুলিশকর্মী স্ত্রী এবং মেয়েকেও। গতকাল রাতে ঘটনাটি ঘটে। আজ সকালে পুলিশ কর্মীর মেয়ে হাসপাতালে মারা যান।
সূত্র: ওয়ান ইন্ডিয়া
এম ইউ/২৮ জুন ২০২১