ফুটবল

বলিভিয়া ম্যাচের পর দেশে ফিরবেন মেসিরা

কোপা আমেরিকায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরই মধ্যে লিওনেল মেসিদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় এ ম্যাচটি অবশ্য শুধুই নিয়মরক্ষার। এদিকে সংবাদমাধ্যমের খবর, এ ম্যাচটি খেলেই নিজ দেশে ফিরবে আর্জেন্টিনা দল।

কোপা আমেরিকা ব্রাজিলে হলেও দেশেই অনুশীলন ক্যাম্প করেছিল আর্জেন্টিনা। শুধু ম্যাচের আগের দিন লিওনেল মেসি তার দল নিয়ে যেতেন ব্রাজিলে। তবে কোয়ার্টার ফাইনালের আগে ভ্রমণ ক্লান্তি এড়াতে বলিভিয়া ম্যাচ শেষে দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছিল আলবিসেলেস্তেরা। কিন্তু হঠাৎ এই পরিকল্পনা পাল্টে ফেললো। বলিভিয়ার বিপক্ষে খেলে খেলে দেশে ফিরে যাচ্ছেন মেসিরা।

ম্যাচ খেলে মেসিদের দেশে ফেরার এ সিদ্ধান্ত ব্রাজিলে করোনা সংক্রমণের জন্য কি না, তা জানায়নি সংবাদমাধ্যম।

৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে থাকা আর্জেন্টিনা আগামী ৩ জুলাই কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামবে। তবে এর আগে বলিভিয়া ম্যাচের একাদশ সাজানো নিয়ে চিন্তায় পড়ে গেছেন স্কালোনি। কারণ দলের ছয়জন ফুটবলার হলুদ কার্ড দেখেছেন। তাছাড়া কোয়ার্টার ফাইনালের জন্য মেসিকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে।

সূত্র : সমকাল
এন এইচ, ২৮ জুন

Back to top button