মুন্সিগঞ্জ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩৩ জেলে আটক

মুন্সিগঞ্জ, ২০ অক্টোবর- মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে ৮০ জন জেলেকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: নাব্য সঙ্কটের কারণে আবারও কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

সোমবার (২০ অক্টোবর) একাধিক অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৩ জেলেকে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে ১০ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা ও ২৩ জন জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়। এ ছাড়া আটক ১৪ জন অপ্রাপ্তবয়স্ক জেলেকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ২০ অক্টোবর

Back to top button