নোয়াখালী

নোয়াখালীতে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৯৯

নোয়াখালী, ২৮ জুন – নোয়াখালী জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪০ জনে। এ সময় নতুন করে ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৯১৫ জন।

সোমবার (২৮ জুন) সকালে নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, নোয়াখালীর ল্যাবে ৩৫০টি নমুনা পরীক্ষা করে ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরে ১২ জন, বেগমগঞ্জে ২৯ জন, সুবর্ণচরে ৭ জন, সোনাইমুড়ীতে ৯ জন, হাতিয়ায় ১ জন, চাটখিলে ৬ জন, সেনবাগে ৭ জন, কোম্পানীগঞ্জে ১৬ জন এবং কবিরহাটে ১১ জন রয়েছেন।

তিনি আরও জানান, এ নিয়ে নোয়াখালীতে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯১৫ জন। যার মধ্যে সদরের ৪ হাজার ১৬৯ জন আর বিভিন্ন উপজেলার ৬ হাজার ৭৪৬ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জনসহ করোনাভাইরাসে নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১৪০ জনের। যার মধ্যে সদরের ২৭ জন আর বিভিন্ন উপজেলার ১১৩ জন।

সূত্র : আরটিভি
এম এউ, ২৮ জুন

Back to top button