আফ্রিকা
সোমালিয়ায় আল শাবাবের ২১ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর
মোগাদিশু, ২৮ জুন – সোমালিয়ার আধা স্বায়ত্তশাসিত পান্ঠল্যান্ড অঞ্চলে ইসলামি জঙ্গি সংঘটন আল শাবাবের ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রোববার (২৭ জুন) আন্তর্জাতিক বার্তাসংস্থা এ তথ্য জানিয়েছে।
দেশটির গায়াকোর এক সামরিক আদালতে দোষী হিসেবে প্রমাণিত হওয়ায় তাদের গুলি করে এ দণ্ড কার্যকর করা হয়।
সেখানের রাষ্ট্রীয় রেডিও জানায় দণ্ডপ্রাপ্ত ১৮ জন গত এক দশকের বেশি সময় ধরে হত্যাকাণ্ড এবং বোমা হামলা চালিয়ে আসছিল।
এদিকে আল শাবাবের সদস্যদের মৃত্যুদণ্ড কার্যকরের দিনে সংঘটনটি সোমালিয়ার আরেকটি অংশে হামলা চালিয়ে সেনা সদস্যদের হত্যা করেছে বলে জানা গেছে।
সোমালিয়ায় এর আগেও আদালতের রায়ে এ ধরনের দণ্ড কার্যকর হয়েছে। তবে এক সাথে এতো জনের মৃত্যুদণ্ড কার্যকর এই প্রথম।
সূত্র : প্রথম আলো
এম এউ, ২৮ জুন