উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে হট এয়ার বেলুন দুর্ঘটনায় নিহত ৫

মেক্সিকো সিটি, ২৭ জুন – যুক্তরাষ্ট্রে হট এয়ার বেলুন দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আলবুকার্ক শহরে এ দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি।

মার্কিন পুলিশ জানিয়েছে,বেলুনটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর পড়ে। কেন নিয়ন্ত্রণ হারাল তা অস্পষ্ট। এই ঘটনার কারণে ওই এলাকার বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ওই সময় সেখানকার প্রায় ১৩ হাজার মানুষ বিদ্যুৎ–বিচ্ছিন্ন ছিলেন। পরে বিদ্যুৎ–সংযোগ আবারও চালু হয়েছে। এতে প্রথমে চারজন মারা যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে একজন মারা যান।

সূত্র: বিডি-প্রতিদিন
এম ইউ/২৭ জুন ২০২১

Back to top button