কক্সবাজারে সাগরে নেমে স্কুলছাত্র নিখোঁজ
কক্সবাজার, ২৭ জুন – প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কক্সবাজারের কবিতা চত্বর সমুদ্রসৈকত পয়েন্টে গোসলে নেমে পানিতে ভেসে গেছে ইশরার হাসনাইন (১৭) নামে এক স্কুলছাত্র। ইশরার কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী এবং শহরের বাজারঘাটা এলাকার আমান উল্লাহর ছেলে।
রোববার (২৭ জুন) সকালে এ ঘটনা ঘটে।
লাইফগার্ডের কর্মীরা বলেন, সকাল ৮টার দিকে ইশরার হাসনাইন অপর ৩ বন্ধুসহ সৈকতের শৈবাল পয়েন্টের কবিতা চত্বর এলাকায় গোসলে নামে। এ সময় ঢেউয়ের ধাক্কায় একজন সহপাঠী ভেসে গেলে তাকে উদ্ধার করতে নামে ইশরার। তখন স্রোতের টানে ইশরার নিখোঁজ হয়।
এ সময় লাইফগার্ডের কর্মীরা সাগরে নেমে একজনকে উদ্ধার করলেও ইশরার নিখোঁজ রয়েছে। ইশরার সমুদ্রের গুপ্ত খালে আটকা পড়তে পারে বলে ধারণা করেন তারা।
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহেন সেন লজানানসকালে স্কুলের চার শিক্ষার্থী ফুটবল খেলতে সৈকতে নামে। ফুটবল খেলা শেষে উত্তাল সমুদ্রে গোসলে নেমে বিপদে পড়েছে স্কুলছাত্র ইশরার। ইশরার ১০ম শ্রেণির বিজ্ঞানের মেধাবী ছাত্র।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার মো. জিললুর রহমান বলেন, নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধারের তৎপরতা চলছে। সমুদ্র উত্তাল থাকায় অভিযান ব্যাহত হচ্ছে।
সূত্র: বাংলানিউজ
এম ইউ/২৭ জুন ২০২১