জাতীয়

দ্রুত চালু হবে বিজেএমসির বন্ধ মিল : বস্ত্র ও পাট মন্ত্রী

ঢাকা, ২৭ জুন – বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) বন্ধ মিলগুলো শিগগিরই ভাড়াভিত্তিক অথবা ইজারা (লিজ) পদ্ধতিতে বেসরকারি ব্যবস্থাপনায় চালু হবে। এসব মিলে অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবেন অবসায়ন শ্রমিকরা। সেই সঙ্গে কর্মক্ষম ও দক্ষ শ্রমিকদের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

রোববার (২৭ জুন) দুপুরে সচিবালয়ে ‘শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১’ ও মন্ত্রণালয়ের আওতাধীন দফতরের জন্য আগামী অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২১-২২ (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, পাট বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বিশ্বের সেরা মানের পাট উৎপাদন করে। তাই পাটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে সরকার কাজ করছে। বাংলাদেশের রফতানি বাণিজ্যে চামড়াকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাট খাত।

তিনি আরও বলেন, চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) পাট ও পাটজাত পণ্য রফতানি করে বাংলাদেশ ১০৬২.৫৪ মিলিয়ন ডলার আয় করেছে। এই অংক গত বছরের একই সময়ের চেয়ে ৩৩.২৩ শতাংশ বেশি। আর লক্ষ্যমাত্রার চেয়ে ২.৫৭ শতাংশ বেশি।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রত্যেককে কর্মমুখী সংস্কৃতির দিকে ধাবিত করবে। যার মাধ্যমে পর্যায়ক্রমে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত হতে সাহায্য করবে। এতে প্রধানমন্ত্রীর স্বপ্নের আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়া কাজ আরো বেগবান হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

তিনি বস্ত্র ও পাট খাতের উন্নয়নের লক্ষ্যে মন্ত্রণালয়ের আওতাধীন সব দফতরের প্রধানকে চাহিদাভিত্তিক ও যৌক্তিক প্রকল্প প্রণয়নের পরামর্শ দেন। এছাড়া প্রত্যেককে তার নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরো গতিশীল করে বস্ত্র, রেশম, তাঁত ও পাট শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান গোলাম দস্তগীর গাজী।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান, অতিরিক্ত সচিব (বস্ত্র) মোহাম্মদ আবুল কালামসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দফতর প্রধানরা উপস্থিত ছিলেন।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২৭ জুন

Back to top button