জয়পুরহাট
জয়পুরহাটে করোনায় মৃত্যু ২, শনাক্ত ৬৮
জয়পুরহাট, ২৭ জুন – সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় আরও ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে দুইজনের।
এ নিয়ে জেলায় শনাক্ত বেড়ে ৩ হাজার ১৮৯ জনে ও মৃত্যু ২৬ জনে দাঁড়িয়েছে।
জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী জানান, ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জনের রিপোর্টে করোনা পজিটিভ আসে। আক্রান্তরা হাসপাতালে ও বাড়ির আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক শূন্য ৮ শতাংশ।
জেলায় এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৯০৭ জন।
এদিকে জেলার ৫টি পৌরসভায় বিকেলে ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ চলছে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৭ জুন