ক্রিকেট

কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হবে?

নয়াদিল্লি, ২৭ জুন – নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল নিয়ে ঘরে-বাইরে কঠোর সমালোচনা হচ্ছে ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর অনেকেই অধিনায়ক কোহলিকে সরিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী দ্য উইক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য সবার অবদান রয়েছে। ফাইনালে সবচেয়ে বেশি রান করেছেন আজিঙ্কা রাহানে। এছাড়া মোহাম্মদ সামি ও ইশান্ত শর্মা দুর্দান্ত বোলিং করেছেন।

তিনি আরও বলেন, ইশান্ত শর্মার মতো একশ’ টেস্ট খেলা চাট্টিখানি কথা নয়। কপিল দেবের পর একমাত্র বোলার হিসেবে এই কৃতিত্ব গড়েছেন ইশান্ত।

ভারতীয় ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক আরও বলেন, নিউজিল্যান্ড এবং ভারত দুই দলই ফাইনালে অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছে। আশা করছি, আগামী আসরে ভালো কিছু করা সম্ভব হবে।

সূত্র : যুগান্তর
এন এইচ, ২৭ জুন

Back to top button