মুকুলের পথ ধরে বিরাট ভাঙন বিজেপিতে,যোগ দিলেন তৃণমূলে তারই নির্বাচনী এজেন্ট
কলকাতা, ২৭ জুন- মুকুল রায়ের নির্বাচনী ক্ষেত্র কৃষ্ণনগর উত্তরে এবার বিজেপিতে বড়সড় ভাঙন ধরল। মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন বিজেপি নেতা অরূপ দাস। তিনি মুকুল রায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন। কৃষ্ণনগর উত্তর থেকে জেতার পর তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন মুকুল রায়। তারপর প্রথম কৃষ্ণনগরে পা দিয়েই বিজেপিকে ভাঙলেন তিনি।
বিজেপি ক্ষয়িষ্ণু হতে শুরু করল মুকুলের হাত ধরে
মুকুল রায়ের নির্বাচনী এজেন্ট অরূপ রায়ই শুধু নন, তাঁর সঙ্গে বিজেপির আরও নেতা-কর্মীরা এদিন যোগ দিলেন তৃণমূলে। ফলে মুকুল রায়ের নির্বাচনী ক্ষেত্র নদিয়ার কৃষ্ণনগরে শক্তি বাড়ল তৃণমূলে। বিজেপি ক্ষয়িষ্ণু হতে শুরু করল মুকুলের পদার্পনের পর। মুকুল রায় হুঁশিয়ারি দিলেন বিজেপি শূন্য হয়ে যাবে কৃষ্ণনগর।
মুকুল রায়ের জয় সাংগঠনিক মস্তিষ্কপ্রসূত
২০১৭ সাল থেকে ২০২১- প্রায় চার বছর মুকুল রায় ছিলেন গেরুয়া শিবিরে। নিজের হাতে সংগঠন তৈরি করেছিলেন তিনি। কৃষ্ণনগর কেন্দ্র থেকে তাই একুশের বিধানসভা ভোটে তিনি হেলায় হারিয়েছিলেন তৃণমূলের কৌশানী মুখোপাধ্যায়কে। বেশি প্রচার না করেই যে জয় অর্জন করেছিলেন, তার পিছনে ছিল মুকুল রায়ের সাংগঠনিক মস্তিষ্ক।
বিজেপির সংগঠনকে ভাঙার খেলা শুরু মুকুলের
এবার সেই সংগঠনকে ভেঙেই তৃণমূলের শক্তি বাড়ানোর খেলা শুরু করে দিলেন মুকুল রায়। অনায়াস জয়ের পরই তৃণমূলে ফিরে সংগঠন বাড়ানোর গুরুদায়িত্ব পেয়েছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে। এবার সেই কাজ শুরু করে দিয়েছেন তিনি। তার জেরেই মুকুল-অনুগামীরা ফিরতে শুরু করেছেন তৃণমূলে।
তৃণমূলে যোগ দিয়ে যা বললেন মুকুলের নির্বাচনী এজেন্ট
রবিবার দুপুরে সদলবলে মুকুল রায়ের নির্বাচনী এজেন্ট যোগ দিলেল তৃণমূলে। তিনি নেতার হাত থেকেই তুলে নেন তৃণমূলে পতাকা। তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেন, বিজেপি দলটার মানসিকতা অত্যন্ত ছোট। মানুষের কথা ওরা ভাবে না, মুখে বলে কিন্তু কাজ করে না। তাই ওই দল আর করতে পারলাম না।
মুকুলের হাত ধরে ভাঙন বাবুল-গড়েও
মুকুল রায়ের হাত ধরে বাংলার রাজনীতিতে ফের টুইস্ট এসেছে। গেরুয়া শিবির ছেড়ে ঘরওয়াপসি হয়েছে মুকুলের। তার হাত ধরে এবার অনুগামীরা ফিরছেন দলে দলে। শুধু তাঁর তৃণমূলে প্রত্যাবর্তনের পর নির্বাচনী ক্ষেত্র কৃষ্ণনগরে নয়, বাবুল সুপ্রিয়ের গড় আসানসোলেও বিরাট ভাঙন ধরিয়েছেন মুকুল রায়। উত্তরেও আলিপুরদুয়ার-সহ অনেক জেলাতেই বিজেপি ভাঙছেন মুকুল রায়। ভাঙছেন নিজের জেলা উত্তর ২৪ পরগনাতেও।
তথ্যসূত্র: ওয়ান ইন্ডিয়া
এস সি/২৭ জুন