যশোরে ট্রাকের প্রাইভেটকারে সংর্ঘষে ৪ যাত্রী নিহত
যশোর, ২৭ জুন- যশোর সদর উপজেলার যশোর-বেনাপোল সড়কের মালঞ্চী গ্রামে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।
রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গরু ব্যবসায়ী নয়ন, নাইম ও জনি। তবে প্রাইভেটকার চালকের পরিচয় পাওয়া যায়নি। গরু ব্যবসায়ীদের বাড়ি চট্টগ্রামের মুরাদনগর এলাকায়।
স্থানীয়রা জানায়, রোববার যশোর থেকে প্রাইভেটকার নিয়ে গরু কেনার জন্য শার্শার সাতমাইল পশুর হাটের দিকে যাচ্ছিলেন চট্টগ্রামের চার গরু ব্যবসায়ী। যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চী এলাকায় পৌঁছালে তাদের প্রাইভেটকারকে বিপরীতমুখী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন ও যশোর হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান। অপর গরু ব্যবসায়ী শাহাবুদ্দিনকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তথ্যসূত্র: নতুন সময়
এস সি/২৭ জুন