চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় করোনায় ২, উপসর্গে ৭ জনের মৃত্যু

চুয়াডাঙ্গা, ২৭ জুন – চুয়াডাঙ্গায় কঠোর লকডাউনের ষষ্ঠ দিন চলছে আজ। জেলায় করোনাভাইরাসজনিত পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে চার নারীসহ সাত জনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফাতেহ আকরাম এসব তথ্য জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গে ছয় জনের মৃত্যু হয়েছে। মোট ২৩২ জনের করোনা পরীক্ষায় ১১৬ জনের কোভিড-১৯ পজিটিভ হয়। শনাক্তের হার শতকরা ৫০ ভাগ।

সূত্র : এনটিভি
এন এইচ, ২৭ জুন

Back to top button