দক্ষিণ এশিয়া

বিস্ফোরণে কেঁপে উঠল কাশ্মীরের জম্মু বিমানবন্দর, আহত ২

কাশ্মীর, ২৭ জুন – ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুতে বিমানবন্দরে বিস্ফোরণে দুজন গুরুতর আহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম।

শনিবার দিবাগত রাত ২টায় ভারতের বিমানবাহিনী পরিচালিত জম্মুর সাতওয়ারি বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই বোম ডিসপোসাল ইউনিট ও ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভারতের বিমানবাহিনী স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করেছে। জম্মুর ওই বিমানবন্দরটি রানওয়ে ও ট্রাফিক কন্ট্রোল নিয়ন্ত্রণ করে ভারতের বিমানবাহিনী। বিমানবাহিনী ছাড়াও কাশ্মীরের সাধারণ যাত্রীদের জন্যও বিমানবন্দরটি ব্যবহৃত হয়।

কে বা কারা এ বিস্ফোরণের সঙ্গে জড়িত তা এখন পর্যন্ত জানা যায়নি।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৭ জুন

Back to top button