ফুটবল

ওয়েলসকে হারিয়ে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ডেনমার্ক

উয়েফা ইউরোর শেষ ষোলোর ম্যাচে ওয়েলসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ডেনমার্ক। লড়াই হাড্ডাহাড্ডি হলেও সুযোগ নষ্টের খেসারত দিয়ে ইউরো কাপ থেকে ছিটকে গেল পরাজিত দলটি।

নেদারল্যান্ডসের আমস্টারডামের জন ক্রুইফ স্টেডিয়ামে শনিবার রাতে এমন জয়ে জোড়া গোল করেছেন কাসপার ডলবার্গ। গোল করেছেন জোয়াকিম মায়েহলে ও মার্টিন ব্রেথওয়েট।

প্রত্যাবর্তনেই দুই গোল করে ডেনমার্কের জয়ে নিজের ছাপ রাখলেন ক্যাসপার দোলবার্গ। এই জয়ে ড্যানিশরা রূপকথা রচনা করে দিয়ে পৌঁছে গেছে ইউরো ২০২০ এর শেষ আটে।

চলতি ইউরো কাপে নিজেদের প্রথম ম্যাচ ফিনল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ডেনমার্ক। ওই ম্যাচ চলাকালীন হৃদযন্ত্র বিকল হয়ে মাঠেই লুটিয়ে পড়েছিলেন ক্রিশ্চিয়ান এরিসন।

মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ওই মিডফিল্ডার। তার শুভেচ্ছাকে পাথেয় করে গ্রুপ পর্বে দুটি ম্যাচ হেরেও প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছতে সক্ষম হয় ড্যানিশ শিবির।

বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে রাশিয়াকে বড় গোলের ব্যবধানে হারিয়ে তা সম্ভব হয়।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৭ জুন

Back to top button