পশ্চিমবঙ্গ

ভুয়ো ভ্যাক্সিন কাণ্ডে দিলীপকে আক্রমণ কল্যাণের

কলকাতা, ২৬ জুন – কসবায় ভুয়ো টিকা-কাণ্ডে যখন বিরোধী দল বিজেপির নিশানায় রাজ্য সরকার ও শাসকদল। তখন পাল্টা বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের সাংসদের দাবি, দিলীপ ঘোষেরাই পরিকল্পনা করে টিকা জালিয়াতি করিয়েছেন।

আজ উত্তরপাড়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে কল্যাণ বলেন, ‘‘টিকা-কাণ্ডে ঠিকঠাক তদন্ত চলছে। আমার মনে হয়, দিলীপ ঘোষেদের বিজেপি-র লোকেরাই পরিকল্পনা করে সমস্ত কাজ করাচ্ছে। দিলীপ ঘোষের লোকেদের সঙ্গে কারও না কারও আঁতাত রয়েছে। এ সব বিজেপি থেকে পরিকল্পনা করে করেছে।’’

টিকা-কাণ্ডে সিবিআই তদন্ত দাবি করেছে বিজেপি। পাল্টা দিলীপকে কটাক্ষ করেন কল্যাণ বলেন, ‘‘অশিক্ষিত লোক যখন সাংসদ হয়, আর অশিক্ষিত লোক যখন দলের সভাপতি হয়, তখন এই সমস্ত কথা বলে। কারণ আইনটা জানে না যে, কোন জায়গায় রাজ্য সরকার তদন্ত করতে পারে, আর কোন জায়গায় সিবিআই তদন্ত করতে পারে। এ সব আইন জানা নেই, তাই সিবিআই তদন্তের কথা বলছেন।’’

বিজেপি সাংসদ জন বার্লা ও সৌমিত্র খাঁয়ের বাংলা ভাগের দাবি প্রসঙ্গে কল্যাণের কটাক্ষ, ‘‘দিলীপ ঘোষের কথার মধ্যেই পরস্পর বিরোধিতা রয়েছে, ওঁর দলের মধ্যেও পরস্পর বিরোধিতা রয়েছে। কখনও বলছেন রাজ্য ভাগ চাই না, আবার কখনও বলছেন ছোট ছোট রাজ্য চাই। আসলে নিজেদের মধ্যেই স্বচ্ছতা নেই। দলের মধ্যে নিজেদের মধ্যেই কোনও ঠিক নেই। বঙ্গ বিজেপি হল দুরন্ত ঘোড়া, যে ভাবে পারছে দৌড়চ্ছে।’’

সূত্র : আনন্দবাজার
এন এইচ, ২৬ জুন

Back to top button