বলিউড

খুনের হুমকি দেওয়ায় অভিনেত্রী গ্রেফতার

মুম্বাই, ২৬ জুন- নিজের আবাসনের সভাপতিকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার হলেন বলিউডের অভিনেত্রী ও মডেল পায়েল রোহাতগি।

এর আগে ২০১৯ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তিনি গ্রেফতার হয়েছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আবাসনের সভাপতির সঙ্গে প্রায়ই পায়েলের ঝামেলা লেগে থাকত। কিছুতেই মিটছিল না সেই ঝামেলা।

এর আগেও অনেকবার ধমকেছেন পায়েল ওই ভদ্রলোককে। এবার আবাসনের মিটিংয়ের মাঝখানে রেগে গিয়ে ওই ভদ্রলোককে খুন করবেন বলে হুমকি দেন। এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়।

এরপর আবাসনের সবাই মিলে পুলিশে অভিযোগ করলে পায়েলকে গ্রেফতার করা হয়।

এস সি/২৬ জুন

 

Back to top button