করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভে গোটা দেশে কতজন চিকিৎসকের মৃত্যু হয়েছে তার তালিকা প্রকাশ করল আইএমএ। তাতে শীর্ষে রয়েছে বিহার। তারপরেই রয়েছে দিল্লি, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গ। রাজ্যে মোট ৬২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে করোনার সেকেন্ড ওয়েভে। সবচেয়ে কম চিকিৎসকের মৃত্যু হয়েছে কর্নাটকে।
করোনার সেকেন্ড ওয়েভে চিকিৎসকদের মৃত্যু
করোনার সেকেন্ড ওয়েভে গোটা দেশে ৭৭৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। কোন রাজ্যে কত চিকিৎসকের মৃত্যু হয়েছে তার তালিকা প্রকাশ করেছে তারা। তাতে দেখা গিয়েছে শীর্ষে রয়েছে বিহার। আর চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। বিজেপি শাসিত রাজ্য গুলির তুলনায় কম চিকিৎসকের মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গে। এমনই তথ্য প্রকাশ্যে এসেছে পরিসংখ্যানে। গত বছর ৭৪৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছিল করোনা ভাইরাসের সংক্রমণে।
শীর্ষে বিহার
করোনার সেকেন্ড ওয়েভে িচকিৎসকদের মৃত্যুর ঘটনায় শীর্ষে রয়েছে বিহার। সেখানে মোট ১১৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে সেকেন্ড ওয়েভে। তারপরেই রয়েছে দিল্লি। সেখানে ১০৯ জন চিকিৎসক মারা গিয়েছেন। উত্তর প্রদেশে ৭৯ জন চিকিৎসক মারা গিয়েছেন করোনা ভাইরাসের সংক্রমণে। আর পশ্চিমবঙ্গে ৬২ জন চিকিৎসক মারা গিয়েছেন। তালিকায় পশ্চিমবঙ্গের পরেই রয়েছে তামিলনাড়ু(৫০), রাজস্থান(৪৪), অন্ধ্র প্রদেশ(৪০), ঝাড়খণ্ড(৩৯) ওড়িশা(৩৪), মহারাষ্ট্র(২৩), কর্নাটক (৯) , কেরল (২৪)।
ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ
ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগে রয়েছেন চিকিৎসকরাও। ১১টি রাজ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। তার মধ্যে আবার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টেরও সন্ধান মিলেছে। গতকালই আইসিএমআরের পক্ষ থেকে জানানো হয়েছে দেশে দ্রুত ছড়াচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্ট থেকেই দেশে করোনা ভাইরাসের থার্ড ওয়েভ আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভয়ঙ্কর সংক্রামক ডেল্টা প্লাস
হু-র প্রধানও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন ভয়ঙ্কর সংক্রামক এই ডেল্টা ভ্যারিেয়ন্ট। দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ভারতে ইতিমধ্যে ছড়াতেও শুরু করেছে। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সংক্রমণে ২ জনের মৃত্যুও হয়েছে ভারতে।
এন এইচ, ২৬ জুন