দীঘিনালায় সাবেক ইউপিডিএফ কর্মীকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা
খাগড়াছড়ি, ২৬ জুন- খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা প্রসিত খীসারের নেতৃত্বাধীন ইউপিডিএফের সাবেক কর্মী অমর জীবন চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে উপজেলার দীঘিনালা ইউনিয়নের বড়াদম নোয়াপাড়া এলাকায় কয়েকজন অস্ত্রধারী যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যার পর পালিয়ে যায়।
নিহত ব্যক্তি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক মাচালং এলাকার পূর্ণ কিশোর চাকমার ছেলে।
স্থানীয়রা জানায়, অমর জীবন দুই বছর আগে ইউপিডিএফ থেকে দলত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। দীঘিনালা বড়াদম এলাকায় বিয়ে করে শ্বশুড়বাড়িতে বসবাস করছিলেন তিনি। নোয়াপাড়া এলাকায় সবজি বিক্রি করে জীবন ধারণ করতেন জীবন।
দীঘিনালা থানার ওসি একেএম পেয়ার আহম্মেদ জানান, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলাসদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার সাথে কে বা কারা জড়িত এখনো বিস্তারিত জানা যায়নি। ঘটনার পর নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
তথ্যসূত্র: সমকাল
এস সি/২৬ জুন