সংগীত

‘জনতার পুলিশ’ শিরোনামের গান নিয়ে এলেন সাবিনা ইয়াসমিন

ঢাকা, ২৬ জুন- অ্যালবাম, প্লেব্যাক এবং টিভি আয়োজনে নানা ধরণের গানের মধ্য দিয়ে শ্রোতার মনোযোগ করেছেন বরেণ্য শিল্পী সাবিনা ইয়াসমিন। এর বাইরেও বিভিন্ন বিষয়ে নিয়ে গেয়েছেন অনেকে গান। এবার তিনি গাইলেন বাংলাদেশ পুলিশকে নিয়ে।

‘কে রেখেছে নিরাপদ আমায়, কে বিপদে পাশে দাঁড়ায়’- এমন কথায় সাজানো ‘জনতার পুলিশ’ শিরোনামের গানটি লিখেছেন কবির বকুল। পুলক অধিকারীর সুরে গানের সংগীতায়োজন করেছেন সুমন কল্যান।

সম্প্রতি সংগীত পরিচালকের নিজস্ব স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। এই গান নিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, ‘কবির বকুলের লেখা অসংখ্য গানে কণ্ঠ দিয়েছি। আগের গানগুলোর মতো পুলিশকে নিয়ে গানের কথাও আমাকে মুগ্ধ করেছে। একইসঙ্গে মুগ্ধ হয়েছি পুলকের সুর আর সুমনের সংগীতায়োজন শুনে। চেষ্টা করেছি, গানের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদানের কথা তুলে ধরতে। আশা করছি, গানটি অনেকের ভালো লাগবে।’ ৱ

সুরকার পুলক বলেন, ‘কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমিন আমার সুরে গান গাওয়া নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে। চেষ্টা করেছি, নিজের সেরটা তুলে ধরার। আশা করছি, গানটি অনেকের মনে ছাপ ফেলবে।’

এস সি/২৬ জুন

 

Back to top button