চাপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪০

চাঁপাইনবাবগঞ্জ, ২৬ জুন – চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়ালো। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০১।

শনিবার (২৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

মৃতদের মধ্যে রামেকে ২ জন ও আরেকজন ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সিভিল সার্জন জানান- জেলায় গত ২৪ ঘন্টায় রামেকের (রাজশাহী মেডিকেল কলেজ) ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জন, জেলাব্যাপী অ্যান্টিজেন টেস্টে ২৩২ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনসহ নতুন করে মোট ৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।

তিনি আরও জানান, জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯০৭ জন। মোট সুস্থ্য হয়েছেন ২ হাজার ৪৮৬ জন। বর্তমানে জেলায় মোট করোনা রোগী চিকিৎসাধীন আছেন ১ হাজার ৩২৪ জন। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ৯৯৩ জনের।

ডেডিকেটেড করোনা ইউনিটে সব সময় রোগীর চাপ লেগেই থাকছে। ৭২ শয্যার ইউনিটে ৭২ জন রোগীই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানান ওই ইউনিটের তথ্য প্রদান কর্মকর্তা ডা. আহনাফ শাহরিয়ার।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৬ জুন

Back to top button