জাতীয়

৭০ ধারা সংসদীয় সরকারব্যবস্থাকে বিকলাঙ্গ করেছে

ঢাকা, ২০ অক্টোবর- ৭০ ধারা সংসদীয় সরকারব্যবস্থাকে বিকলাঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

তিনি বলেছেন, ৭০ ধারার কারণে সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিতে পারেন না। আর এ কারণেই সংসদে একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে শ্রমিক পার্টির যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: মহিলা শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জিএম কাদের বলেন, ৯০ সালে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ তিন জোটের রূপরেখা অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করেন। কিন্তু ’৯১ সালে তিন জোটের রূপরেখা অনুযায়ী রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা পরিবর্তন করে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে দেশে প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এতে সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানই সরকারপ্রধান হচ্ছেন, তিনি যা বলবেন তাই হবে। কারণ দলের বাইরে কথা বললে সংসদ সদস্যের পদ চলে যাবে। তিনি আরও বলেন, জাতীয় পার্টি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকে যেমন উন্নয়ন করেছে ঠিক তেমনি বিভিন্ন কর্মকাণ্ডে সাধারণ মানুষের মনে কষ্ট দিয়েছে। দেশের মানুষ উন্নয়নের কথা বেশিদিন মনে রাখে না কিন্তু কষ্টের কথা দীর্ঘদিন মনে রাখে।

সূত্র : দেশ রূপান্তর
এম এন / ২০ অক্টোবর

Back to top button