ক্রিকেট
১৭ অক্টোবর শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ, মূল পর্ব আরব আমিরাতে
আবুধাবি, ২৬ জুন – ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে পারল না। সংযুক্ত আরব আমিরাতে চলতি বছরের বিশ্বকাপ শুরু হবে ১৭ অক্টোবর। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।
করোনা মহামারীতে ভারতের পরিস্থিতি ভাল অবস্থানে নেই। সেজন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও মরুশহরে নিয়ে যাওয়া হয়েছে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপও সেখানে হবে।
১৬টি দল এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে। বাংলাদেশ তো রয়েছেই এই বিশ্বকাপে। ১৫ অক্টোবর আইপিএলের ফাইনাল রয়েছে। আর সেই ফাইনালের পরই বিশ্বকাপ শুরু হবে। ১৯ সেপ্টেম্বর থেকে চলতি বছরের আইপিএলের বাকি অংশ আরব আমিরাতে শুরু হবে। ভারতে শুরু হয়েছিল আসর। পরে করোনার জন্য আসর বন্ধ হয়ে যায়। আরব আমিরাতের তিনটি ভেন্যু রয়েছে। শারজা, দুবাই ও আবুধাবিতে খেলা অনুষ্ঠিত হবে।
সূত্র : আমাদের সময়
এম এউ, ২৬ জুন