চট্টগ্রাম

অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার

চট্টগ্রাম, ২৬ জুন – নগরের আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জুন) দুপুর ১টার দিকে থানার বিশ্বকলোনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র ও নগদ পাঁচ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. কামাল হোসেন (৩০), মো. আল আমিন প্রকাশ সুমন (১৯) ও মো. আবছার হোসেন (২৪)।

আকবরশাহ থানার ওসি মো. জহির হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে আকবরশাহ থানার কর্নেলহাট প্রশান্তি আবাসিক গেট এলাকার একটি দোকানে ৩৫ হাজার টাকা ডাকাতি হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। এরপর আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে শুক্রবার দুপুরে ওই ডাকাতদলের তিন সদস্যকে বিশ্বকলোনী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা আজকেও বিশ্বকলোনী এলাকায় ডাকাতি করার জন্য অবস্থান করছিল বলে স্বীকার করে। তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সূত্র : বাংলানিউজ
এম এউ, ২৬ জুন

Back to top button