কোরবানির জন্যই নাম রাখা হলো ‘ত্যাগ’, দাম ৭ লাখ
দিনাজপুর, ২৫ জুন – আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুর সদর উপজেলার উত্তর শিবরামপুর গ্রামে দেখা গেছে বিশালাকৃতির একটি গরু। তার নাম রাখা হয়েছে ‘ত্যাগ’। কারণ এই ষাঁঢ়টি যারা কিনবেন তারা কোরবানির উদ্দেশেই কিনবেন। প্রায় ১৭ মণ ওজনের ‘ত্যাগের’ দাম রাখা হয়েছে ৭ লাখ টাকা।
গরুর মালিক আকবর আলী। তিনি পেশায় একজন ওষুধ কোম্পানির প্রতিনিধি। আড়াই বছর আগে শখ করে এক বছরের একটি ফ্রিজিয়ান জাতের বাছুর কিনেছিলেন। এরপর থেকে নিজ বাসায় পালন করতে থাকেন। সেই গরুটি বিশাল আকারের ষাঁড়ে পরিণত হয়েছে। এবারের কোরবানি ঈদে হাটে তোলা হবে গরুটি।
ফ্রিজিয়ান জাতের ষাঁড়টির উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি, লম্বায় সাড়ে ১১ ফুট। সম্ভবত জেলার মধ্যে সবচেয়ে বড় ফ্রিজিয়ান জাতের ষাঁড় হলো ‘ত্যাগ’।
আকবর আলী জানান, মহামারি করোনার কারণে গ্রাহক পাওয়া যাচ্ছে না। সাত লাখ টাকায় গরুটি বিক্রি করতে পারলে কিছুটা লাভবান হবেন তিনি। লাভ হলে আগামীতে ত্যাগের মতো আরো গরু পালন করবেন। তবে এখন পর্যন্ত সে রকম কোনো গ্রাহকের সাড়া পাওয়া যায়নি।
গরুটিকে লালনপালন করতে গিয়ে কোনো ধরনের মেডিসিন প্রয়োগ করেননি আকবর আলী। বাজারে যেসব গোখাদ্য পাওয়া যায় এবং প্রাকৃতিক খাবার সংগ্রহ করে খাইয়েছেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৫ জুন ২০২১