রংপুর

চোখের পলকে ১২ লাখ টাকা হাওয়া

রতন সরকার

রংপুর, ২০ অক্টোবর- রংপুরে চোখের পলকে হাওয়া হয়ে গেছে এক ঠিকাদারের সাড়ে ১২ লাখ টাকা। দিন দুপুরে নগরির ব্যস্ততম কাছারী বাজার এলাকায় ঘটেছে এ ঘটনা।

ঠিকাদার সুজাউল ইসলাম জানান, সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ব্যাংক থেকে সাড়ে ১২ লাখ টাকা তুলে ব্যাগে করে তিনি ব্যাংকের নিচে রাখা মোটরসাইকেলের কাছে যান। টাকার ব্যাগটি সিটের ওপর রেখে শুধু তালা খুলে তাকিয়ে দেখেন সিটের ওপর টাকার ব্যাগটি নেই। তিনি বলেন, ৩০ থেকে ৩৫ সেকেন্ডের মধ্যে ঘটে যায় এ ঘটনা।

আরও পড়ুন:  দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার, স্বামীকে চিঠি

এ ব্যাপারে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রংপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সুজাউল ইসলাম।

রংপুর মহানগর পুলিশের মিডিয়া সেলের প্রধান এডিসি উত্তম কুমার পাঠক জানান, সিসি টিভি ফুটেজ ও প্রযুক্তিগত সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা ও টাকা উদ্ধারে পুলিশ কাজ করছে।

সূত্র: সময় টিভি

আর/০৮১৪/২০ অক্টোবর

Back to top button