মাদক ব্যবসায়ীর শয়নকক্ষে বালিশের নিচ ৮০০ পিস ইয়াবা
কুড়িগ্রাম, ২৫ জুন- কুড়িগ্রামের রৌমারীতে টুনু মিয়া (৫৮) নামের এক মাদক কারবারির শয়নকক্ষে বালিশের নিচ থেকে ৮০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী গাছবাগান থেকে তাকে আটক করা হয়।
আটক টুনু একই ইউনিয়নের ছাটকড়াইবাড়ী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
শুক্রবার (২৫ জুন) বিকেল ৩টায় রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনতাছির বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, টুনু মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় ভারতীয় গরু ও ইয়াবাসহ বিভিন্ন চোরাকারবারির ব্যবসা করে আসছিলেন। এছাড়া তিনি ভারত থেকে ইয়াবা এনে উপজেলাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। তার নামে রৌমারী থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মাদক পাচারকালে সীমান্তবর্তী ছাটকড়াইবাড়ী গাছবাগান থেকে তাকে আটক করা হয়। এরপর তার বসতবাড়ির শয়নকক্ষে বালিশের নিচ থেকে ৮০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।
তিনি আরও জানান, মাদক কারবারি টুনু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
তথ্যসূত্র: জাগো নিউজ
এস সি/২৫ জুন