ভৈরবে গাঁজাসহ ২ জন আটক
কিশোরগঞ্জ, ২৫ জুন – কিশোরগঞ্জের ভৈরবে পাঁচ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প । বৃহস্পতিবার সকাল সাতটায় স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার দতিয়াপাড়া এলাকার আঙ্গুর মিয়া ও একই এলাকার সৌরভমিয়া।
ভৈরব ক্যাম্পের সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদে ভৈরব স্টেডিয়াম মোড়ের সাজেদা আলাল জেনারেল হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের তল্লাশি করে পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, আটক দুই মাদক কারবারি সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় তা সরবরাহ করে থাকে বলে স্বীকার করেছেন। উদ্ধার মাদকদ্রব্য এবং আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র : ঢাকাটাইমস
এন এইচ, ২৫ জুন