রাজশাহী

নওগাঁয় ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১২৫ জন

নওগাঁ, ২৫ জুন – নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেতে শুরু করেছে। ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭২ জনে।

গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪০৯টি নমুনার বিপরীতে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ০৫ শতাংশ। নতুন ১২৫ জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় মোট শনাক্ত ৪ হাজার ৮২ জন। জেলায় নতুন করে ৯২ জন সুস্থ হওয়ায় মোট ২ হাজার ৭৪৭ জন করোনা মুক্ত হয়েছেন বলে জানিয়েছেন নওগাঁ জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ বলেন, সংক্রমণ বাড়লেও অনেকেই এখনো স্বাস্থ্যবিধি মানছেন না। এতে হুহু করে জেলায় করোনায় মৃতের সংখ্যা বাড়ছে। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও একদিনে নতুন করে আরও ১২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সচেতনতায় পারে এই মহামারি থেকে নিরাপদ রাখতে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করতে প্রতিনিয়ত জেলা স্বাস্থ্য বিভাগ থেকে সচেতনতামূলক মাইকিংসহ নানান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এদিকে করোনা পরিস্থিতি মোকাবিলায় জেলাজুড়ে চলমান বিধিনিষেধের পাশাপাশি জেলার সকল পশুর হাট বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যায় জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সূত্র : আরটিভি
এন এইচ, ২৫ জুন

Back to top button