সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
সিলেট, ২৫ জুন – সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। শুক্রবার সকালে নির্বাচন কমিশন সিলেটের আঞ্চলিক কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন দলীয় প্রতীক নৌকা। লাঙ্গল পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক। এছাড়া বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শফি আহমদ চৌধুরী পেয়েছেন মোটরকার প্রতীক এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনেদ মোহাম্মদ মিয়া লড়বেন ডাব প্রতীক নিয়ে।
প্রতীক বরাদ্দকালে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহা. ইসরাইল হোসেন ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়ছল কাদের উপস্থিত ছিলেন।
এর আগে ১৫ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন নারীসহ মোট ৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। পরে মনোনয়নপত্র বাছাইয়ে ফাহমিদা হোসেন, শেখ জাহিদুর রহমান মাসুমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার (২৪ জুন) শেষ সময় পর্যন্ত বৈধ চার প্রার্থীদের মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি।
প্রসঙ্গত, গত ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মারা যান। মারা যাওয়ার কারণে সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৮ জুলাই এ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৫ জুন