করোনায় চট্টগ্রামে ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৪ জন
চট্টগ্রাম, ২৫ জুন – চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচ রোগীর মৃত্যু হয়েছে। নতুন করে ২৭৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। সংক্রমণ হার করোনার চলমান প্রকোপের সর্বোচ্চ ২৮ দশমিক ০৭ শতাংশ। এদিন জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৫৭ হাজার ছাড়িয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, নগরীর দশটি,পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে বৃহস্পতিবার চট্টগ্রামের ৯৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন পজিটিভ ২৭৪ জনের মধ্যে শহরের ১৬০ ও ১৩ উপজেলার ১১৪ জন। খবর বাসসের
জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৫৭ হাজার ১৫৪ জন। এর মধ্যে শহরের ৪৪ হাজার ৭৮৭ ও গ্রামের ১২ হাজার ৩৬৭ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে সর্বোচ্চ ২৯, ফটিকছড়িতে ১৭, আনোয়ারায় ১৫, মিরসরাইয়ে ১৪, সীতাকু-ে ১০, রাউজানে ৮, বোয়ালখালীতে ৭, রাঙ্গুনিয়ায় ৪ জন, লোহাগাড়া ও পটিয়ায় ৩ জন করে, সন্দ্বীপে ২ জন এবং বাঁশখালী ও সাতকানিয়ায় ১ জন করে রয়েছেন।
বৃহস্পতিবার করোনায় শহরের ২ ও গ্রামের ৩ জন মারা যান। মৃতের সংখ্যা এখন ৬৭১ জন। এতে শহরের ৪৬৬ ও গ্রামের ২০৫ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ১৩৬ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৪৮ হাজার ৬৭৪ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬ হাজার ৩৮১ জন এবং বাসায় থেকে চিকিৎসায় সুস্থ্য হন ৪২ হাজার ২৯৩ জন। হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে যুক্ত হন ৩৫ জন। ছাড়পত্র নেন ৩০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ১৪২ জন।
সূত্র : সমকাল
এন এইচ, ২৫ জুন